কুড়িগ্রাম প্রতিনিধিঃ- কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় "জাউনিয়ার চর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়" নামে একটি ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে চাকরির আশ্বাসে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা আনিছুর রহমান ও তার ভাজতী জামাই মোয়াজ্জেম হোসেন বাবুলের বিরুদ্ধে।
অভিযুক্ত কারীর কাছে জানতে চাইলে তিনি জানান আমরা কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেই নি বরং আত্মনির্ভরের উপর বিশ্বাসরেখে বলতে পারি আমরা নৈতিকতা ও স্বচ্ছলতার সঙ্গে চলেছি। স্কুলটি যখন প্রতিষ্ঠিত হয় তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা কালীন। প্রতিষ্ঠা কালিন সভাপতি ছিলেন আলহাজ্ব আজিমুদ্দিন মাস্টার তার হাতেই টাকা লেনদেন হতো তিনি ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক। যারা আমার নামে যে মিথ্যা প্রচার করছেন তাদের কাছে সঠিক প্রমাণসহ ব্যাখ্যা দাবি করছি। একটি কুচক্র মহল পরিকল্পিতভাবে আমার নামে মিথ্যা প্রচার করছে যা সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় পূর্ণ করার জন্য তাদের এ পরিকল্পনা। তিনি সাংবাদিকদের বলেন সঠিক তথ্য ও প্রমাণ সহকারে প্রচার করেন অহেতুক কোনো মিথ্যা প্রচার করবেন না।এ ধরনের উদ্দেশ্য প্রণীত মিথ্যা অভিযোগ মানহানি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াতের অন্য এক নেতার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা সত্যতা যাচাইয়ের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি আশা করি তাদের মাধ্যমে সঠিক তথ্য পেতে সক্ষম হব। সে যদি দোষী হয় তাহলে আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫