২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফলাফল প্রকাশ করে। চলতি বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৪.৫৯ শতাংশ কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ।এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় এক লাখ কম। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা বোর্ডগুলোতে কোনও আনুষ্ঠানিকতা না থাকলেও, ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি জানান, এবারের ফল ‘বাস্তব মূল্যায়ন’ নীতির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা গত বছরের চেয়ে ৪৩ হাজার ৯৭ জন কম। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫