শহীদুল্লাহ ফরাজি-রাজিবপুর প্রতিনিধিঃ- শনিবার ১২ তারিখ দুপুর ১:৩০ মিনিট নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম মুকুল। জামায়াতের অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় জানিয়েছেন রাজিপুর থানা পুলিশ ২০১৩ সালের ১৮ই ফেব্রুয়ারি রাজিবপুর উপজেলায় জামায়াতের পার্টি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার দায়ে তার নামে মামলা করেছেন জামায়াতের একজন কর্মী।সে সময় তিনি চর রাজিব পুর বটতলা অবস্থিত তার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। রাজিব পুর থানার অফিসার ইনসার্চ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন। স্বত্ততার উপর ভিত্তি করেই তাকে আমরা গ্রেফতার করেছি এবং তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫