নজমুল হক, স্টাফ রিপোর্টারঃ- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা পুলিশ হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১১জুলাই শুক্রবার মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ জরুন এনায়েতপুর-জরুন রাস্তার উপর থেকে ৫ গ্রাম হেরোইনসহ একজন কে গ্রেফতার করে পুলিশ ।
আটকৃত আসামী হলো মোঃ নুর ইসলাম (৩২) ,দিনাজপুর জেলার পার্বতীপুর থানার সুলতানপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে । গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জরুন এলাকার মিলন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার (১১ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর-জরুন রাস্তায় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করার সময় তাকে গ্রেফতার করে।
স্থানীয়রা বলেন তাদের আচরণ গতিবিধি সন্দেহ হলে পুলিশ আসামিকে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত প্যান্টের পকেটের ভেতর থেকে ৪ প্যাকেটে (৫গ্রাম) অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫