
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টারঃ- সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা ধরনের ইসলামি আলোচনা মূলক ওয়াজের ভিডিও দিয়েও ভাইরাল হতে পারছিলেন না এই ইলামি আলেমে দিন যুক্তিবাদী বক্তা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের মধ্য পাটোয়া গ্রামের মোঃ তোতা মিয়ার ছেলে প্রখ্যাত একজন আলেমেদিন বক্তা মাওলানা খাইরুল ইসলাম যুক্তিবাদী। দপ্তর সম্পাদক, বাংলাদেশ আল-কুরআন গবেষণা পরিষদ, ঢাকা। ও সদস্য, আল-কোরআন ও হাদীস গবেষনা পরিষদ, ঢাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সঙ্গে মন কষাকষি করে মনের রাগে নানা সময় নানা রকমের রাগান্বিত ছবি, উল্টো পাল্টা মুখের আকৃতি ব্যাঙ্গ করে মন্ত্র পাঠ করার ভিডিও, পোস্ট করছেন তার নিজের ফেইসবুক আইডিতে।এমনি এক তথ্যের ভিত্তিতে আমরা-
(১৭/৭/২০২৫) ইং বৃহস্পতিবার তার নিজ বারিতে সরেজমিনে গিয়ে তার সাথে কথা বললে উঠে আসে ভিন্ন এক অভিজ্ঞতার কথা মিশ্র এক প্রতিক্রিয়া প্রকাশ করে তিনি দৈনিক জনতার কন্ঠ নিউজকে জানান তার ব্যর্থতার গল্প, (নাটক, সিনেমা, গান, নাচ সহ যত অস্লিল কার্যকলাপ ফেইসবুক ভাইরাল করে) আমি তো আর সে সব করতে পারিনা। তিনি আরো বলেন আমি মাওলানা খাইরুল ইসলাম যুক্তিবাদী সারা বাংলাদেশে আমার একটা নাম আছে বিভিন্ন জায়গায় প্রতিবছর বিপুল পরিমাণ মাহফিলের দাওয়াত পেয়ে থাকি।
প্রতিটি মাহফিলে ইসলামিক বিধান কুরআন নিয়ে আলোচনা করে থাকি, সারা দেশে অনেক সু-নাম রয়েছে আমার। মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং আমি কোন মাহফিলে বক্তা হিসেবে ওয়াজ করলে সকলেই তা মনোযোগ দিয়ে শুনে ও আমল করার চেষ্টা করে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের উপরে ক্ষুব্দ হয়ে তিনি বলেন।
দীর্ঘদিন যাবত ফেইসবুকে আমি ওয়াজ ও ইসলামের বিভিন্ন তারতম্য নিয়ে আলোচনার ভিডিও করে পোস্ট করে আসছি, আমি নিজে একট বিষয় দেখেছি সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ফেইসবুক আইডি ফেইসবুক পেজ মনিটাইজেশন হয়েছে তাদের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। তাহলে আমার অপরাধটা কি আমি ফেইসবুকের কাছে জানতে চাই। ফেইসবুকের এমন কি ক্ষতি করেছি, তাদের পাকা ধানে কি হালের গরু লাগিয়ে দিয়েছিলাম নাকি যে তারা আমার ভিডিও ভাইরাল করছে না। তিনি আরো বলেন facebook চালানো ইতোমধ্যে ছেড়েই দিয়েছিলেন। কিন্তু দেশবাসী অনেক আলেম ওলামা, আমার প্রানপ্রিয় কলিজার সেই বন্ধু গুলোর জন্য পারিনি।
আমি চাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কোম্পানি তারা যেন আমার প্রতিচ্ছবি দেখতে পায়। এজন্যই আবারো নতুন করে ছবির বিভিন্ন রকম অঙ্গভঙ্গি ও রাগান্বিত চেহারার ছবি তুলে তা পোস্ট করা শুরু করে দিয়েছি, এখনো যদি আমি দেশবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকের নজরে না আসি। আর যদি আমার আইডি ভাইরাল করা না হয় তাহলে আমি আগামী দিনে ফেইসবুক চালানো বন্ধ করে দিতে বাধ্য হবো। তিনি দেশ ও দেশের বাহিরে ফেইসবুক ব্যবহারকারী সকল দর্শক ও শ্রোতা মন্ডলীর কাছে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিটিতে ফলো এবং সেয়ার করার অনুরোধ জানিয়েছেন।
তিনি এটিও বলেছেন তার ফেইসবুক থেকে কোন ইনকাম করার প্রয়োজন নাই, তারা আইডিতে ১ মিলিয়ন ফলোয়ার এবং তার প্রতিটি পোস্টে লাইক কমেন্ট ও শেয়ার প্রচুর পরিমাণে বেড়ে গেলেই খুশি থাকবে। সর্বশেষ পৃথিবীর সকল মুসলিম জনগোষ্ঠীর উদ্দেশ্যে তিনি বলেছেন ইসলাম ও নবীর আদর্শে যার যার জীবনকে পরিচালনা করার জন্য। পাশাপাশি নিজের ঈমান ও আমল কে মজবুত করে দিল পরিষ্কার করে আল্লাহ তাআলার নীতি নির্ধারণ কে অনুসরণ করে প্রত্যেক ব্যক্তিকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক।
বর্তমানে তিনি আল্লাহ তায়ালার- ইমান ও আমল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহতালার প্রিয় হাবিব এর আদর্শে ব্যক্তি জীবন পরিচালনা করছেন। আল্লাহতালার ইবাদত বন্দেগী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন পাশাপাশি নিজের পরিবারের খেয়াল খবর দিচ্ছেন এবং ইসলামিক বিধান অনুযায়ী পরিবারকে পরিচালনা করছেন। আর বাকি সময় গুলো ইসলাম প্রচারের কাজে ঘুরে ঘুরে দিনে দাওয়াত দিচ্ছেন, ঈমানের সহিত প্রত্যেকটি মুসলমানকে একজন মুমিন বান্দার মত জীবন পরিচালনা করা ও নবী রাসূলগণের আদর্শ মেনে চলার নির্দেশনা দিচ্ছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়ে একজন মুসলমান ব্যক্তি হিসেবে ঈমানের পথে আসার জন্য দ্বীন প্রচারের কাজ করছেন।