গাজীপুর,প্রতিনিধিঃ-গাজীপুর কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটির পক্ষ থেকে জেলা বিএনপির আহব্বায়ক সদস্য সচিব ড. ইশরাক আহাম্মেদ সিদ্দিককে সংবর্ধনা জানানো হয়েছে।
[caption id="attachment_1888" align="aligncenter" width="300"]
দেশবন্ধু গ্রুপের একটি প্রতিষ্ঠান - দেশবন্ধু ইন্ডাস্ট্রিয়াল সিটি পার্ক রংপুর।[/caption]
সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক (১) আনোয়ার হোসেন সরকার জেলা বিএনপির নেতৃত্ব ও আহব্বায়ক কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
রাজনীতিতে আমার প্রেরণার উৎস আমার পিতা মরহুম আব্দুর রহমান সরকার। তিনি বিএনপির অন্যতম আস্থাভাজন নেতা এবং জনগণের ভোটে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। চৌধুরী তানভীর আহাম্মেদ সিদ্দিকীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। বাবার হাত ধরেই আমার রাজনৈতিক যাত্রা শুরু।আনোয়ার হোসেন সরকার আরো বলেন,
পারিবারিকভাবেই আমরা বিএনপির দুঃসময়ে নিবেদিত থেকেছি।
বিএনপির সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাসসের সঙ্গে যুক্ত থেকে আমি দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছি এবং দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। নবগঠিত মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি জেলা ও উপজেলার বিএনপির সকল নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
“আমার পিতার আদর্শ ও ত্যাগের ভেতর দিয়েই আমি ভবিষ্যতে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করার চেষ্টা চালিয়ে যাব।
অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ নবগঠিত আহব্বায়ক কমিটির সদস্যদের প্রশংসা করেন এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫