কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কোনাবাড়ি থানা বিএনপি।
আজ (রবিবার) বিকেলে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নেতৃত্ব দেন কোনাবাড়ি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজীব। বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে আনসার বিল্ডিং এর সামনে এসে শেষ হয়।
সমাপনী সমাবেশে তানবিরুল ইসলাম রাজীব বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর ছবি অবমাননা করা জাতির ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই ধরনের কুরুচিপূর্ণ কর্মকাণ্ড বন্ধের দাবি জানাই।"
তিনি আরও বলেন,বিএনপি নেতা-কর্মীদের উপর অন্যায় নিপীড়ন চালিয়ে সরকার বিরোধী কণ্ঠরোধ করতে পারবে না। আমরা রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারে অটল।
এ সময় বক্তব্য দেন থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মফিজুল হক মফিজ, যুবদল নেতা আজিজুর রহমান আজিজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। তবে জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে বিএনপি আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে।
বিক্ষোভ মিছিলে কোনাবাড়ি থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫