
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধিঃ- ৫ লাখ টাকা দাবি করা চাঁদা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের পৌর এলাকার একটি বাসায় প্রবাসীর স্ত্রী শাহীনূর আক্তারকে (২৫) কে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত খুনী সুজন মিয়া আদালত ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন।
নিহত নারীর কাছ থেকে সুজন ও তার সাঙ্গোপাঙ্গরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলেও আদালতে স্বীকার করেন খুনী সুজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) পিবিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য গত ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ বাগান বাড়ি রোড এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে রিমান্ডে আনা হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন খুনী সুজন।