1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ গলাচিপায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বর্ণাঢ্য কুচকাওয়াজ। সাতক্ষীরায় জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি অনুষ্ঠিত মহিমাগঞ্জে তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি শামীম কায়সার লিংকন মহান বিজয় দিবস আজ: রক্তস্নাত সংগ্রামের গৌরবময় ১৬ই ডিসেম্ব।র কাশিমপুরে নারী শ্রমিকের মোবাইল ছিনতাই ও ব্ল্যাকমেইলের অভিযোগ কুমারগাড়ীতে তাফসীরুল কুরআন মাহফিলে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের বক্তব্য বেউরগ্রামে ইসলামী জলসায় মোহাম্মদ শামীম কায়সার লিংকনের বক্তব্য চিয়ারগাঁওয়ে জামে মসজিদ উন্নয়ন উপলক্ষে ওয়াজ মাহফিল ও তিনতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। শিবপুর–মালঞ্চা পুরাতন জামে মসজিদের উন্নয়নে ইসলামী জলসায় প্রধান অতিথি শামীম কায়সার লিংকন।
আমাদের Facebook পেজ

রেমিট্যান্স যোদ্ধা ২০২৫” সাতক্ষীরায় উদযাপন: সম্মাননা পেলেন ৪ প্রবাসী।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ অগাস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ-প্রবাসীর অধিকার—আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ—আমাদের সবার’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্রথমবারের মতো উদযাপিত হলো “রেমিট্যান্স যোদ্ধা ২০২৫”।

জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরার যৌথ আয়োজনে শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোস্তফা জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসের জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী।

এই আয়োজনে সাতক্ষীরা জেলার চারজন সফল ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী কর্মীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
তাঁরা হলেন:
রত্না খাতুন, মালয়েশিয়া প্রবাসী — প্রেরণ করেছেন ১ কোটি ৩৮ লক্ষ ৯০ হাজার ৪৮ টাকা।
লাবনি মো. কামরুজ্জামান, মালয়েশিয়া — ১ কোটি ১৭ লক্ষ ৬৪ হাজার ৯৭৭ টাকা।
হুমায়ুন কবির, মালয়েশিয়া — ১৬ লক্ষ ৫১ হাজার ৫৪৯ টাকা।
সুমাইয়া সিদ্দিক, নরওয়ে — ১১ লক্ষ ৬৬ হাজার ০৬৮ টাকা।

এছাড়া, সাতক্ষীরা জেলা থেকে সর্বাধিক সংখ্যক কর্মী বিদেশে প্রেরণকারী এজেন্সি হিসেবে আল নূর ইন্টারন্যাশনাল (RL-0689)-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিক-কেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখছে। এই সম্মাননা শুধু ব্যক্তির নয়, এটি প্রতিটি প্রবাসী যোদ্ধার প্রতি কৃতজ্ঞতা।

অতিথিরা আরও জানান, ভবিষ্যতে এই আয়োজন আরও বিস্তৃত পরিসরে উদযাপন করা হবে, যাতে প্রবাসীদের ভূমিকা যথাযথভাবে মূল্যায়িত হয় এবং নতুন প্রজন্ম উৎসাহ পায় বিদেশে গিয়ে দক্ষতার সঙ্গে দেশের সেবা করতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Facebook আমাদের Facebook পেজ

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট