গাজীপুর প্রতিনিধি: হাসমতঃ- গাজীপুর মহানগরের কোনাবাড়ী নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে গঠিত গাজীপুর সাংবাদিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় এক জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, প্রতিষ্ঠাতা (সাবেক) সাধারণ সম্পাদক, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীম।
সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন বলেন,
“সাংবাদিকরা জাতির বিবেক। গাজীপুর সাংবাদিক সমিতির মাধ্যমে এই অঞ্চলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে ভূমিকা রাখছেন, তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও আমরা সাংবাদিকদের পাশে থাকব এবং সর্বাত্মক সহযোগিতা করব।”অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয় প্রধান উদ্বোধককে।
এছাড়াও, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন—জামাল আহমেদ – চ্যানেল এস টিভি,কাশিমপুর প্রতিনিধি
তুষার আহমেদ – কাশিমপুর কোনাবাড়ি প্রতিনিধি, দৈনিক নবচেতনা
নাজমুল ইসলাম – স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের সংবাদ
হাসমত –রুপবানী, কোনাবাড়ী প্রতিনিধ ও সিটি রিপোর্টার, দৈনিক সকালের সময়,
এবং গাজীপুর সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে কোনাবাড়ী বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সবশেষে অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়—জাতি, দেশ এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
গাজীপুর সাংবাদিক সমিতির এই নতুন কার্যালয় সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫