এস এম রহিম ইসলাম (রুস্তম) রাজিবপুর উপজেলা প্রতিনিধিঃ- রজিবপুর উপজেলার ২নং ওয়ার্ড জাউনিয়ার চর জালচিরা পাড়া মস্তান মোড় বাজার থেকে,পূর্ব জালচিরা পাড়ার রাস্তার বেহাল অবস্থা। দুর্ভোগে রয়েছেন সাধারণ শিক্ষার্থী, জনসাধারণ যানবাহন ব্যবস্থা।
একটি গ্রামের প্রধান উন্নয়নের শর্ত হলো
রাস্তা।আধুনিক যুগে যোগাযোগ বিচ্ছিন্ন মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন। জাউনিয়ার চর পূর্ব জালচিরা পাড়ায় প্রায় ১৫০০ লোকের বসবাস। গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে একটি রাস্তা।রাস্তাটির তিন ভাগের এক ভাগ ইট বিছানো হয়েছিল। বাকি দুই ভাগ রাস্তা এখনো বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটির তিন ভাগের দুই ভাগ ভাঙ্গা,বৃষ্টি আসলে জমে থাকে পানি।জনসাধারণের চলাচল ও যানবাহন ব্যবস্থার অনেকটাই কষ্টকর। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরতে পারলেও জুতা পড়তে হয় রাস্তা পাড়ি দিয়ে অন্যত্র গিয়ে। রাস্তাটির বেহাল অবস্থা হওয়ার কারণে,তারা সময় ব্যয় করে বিকল্প পথে হাঁটেন এতে জনসাধারণের অনেক কষ্ট হয়। মাঝে মাঝে অবৈধ ট্রাক্টর চলে জমে থাকা পানি পূর্ণ রাস্তা নদীতে পরিণত হয়। গ্রামটিতে একটি মসজিদ রয়েছে। অনেক সময় সময়মতো মসজিদে যাওয়ার অযোগ্য হয়ে পড়ে। তাছাড়া পানি নিষ্কাশনের জন্য সড়কের দুই পাশে কোন নালা না থাকায় সমস্যাটি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে যানবাহন চালকরা মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছেন।বর্ষার পানিতে সড়কটি আরো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন। এই বিষয় নিয়ে স্থানীয় লোকেরা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫