1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কোনাবাড়ি সড়কে অবৈধ পার্কিং: তীব্র যানজটে নাকাল জনজীবন গোবিন্দগঞ্জের উন্নয়নের রূপকার সাবেক সংসদ সদস্য আবদুল মোত্তালিব আকন্দ নতুনকুঁড়ি আদর্শ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ গলাচিপায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বর্ণাঢ্য কুচকাওয়াজ। সাতক্ষীরায় জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি অনুষ্ঠিত মহিমাগঞ্জে তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি শামীম কায়সার লিংকন মহান বিজয় দিবস আজ: রক্তস্নাত সংগ্রামের গৌরবময় ১৬ই ডিসেম্ব।র কাশিমপুরে নারী শ্রমিকের মোবাইল ছিনতাই ও ব্ল্যাকমেইলের অভিযোগ কুমারগাড়ীতে তাফসীরুল কুরআন মাহফিলে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের বক্তব্য
আমাদের Facebook পেজ

গাকৃবি’র প্রশাসনিক ভবনের সম্মুখ চত্বরকে উপাচার্যের জুলাই ৩৬ চত্বর’ ঘোষণা

গাজীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ অগাস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ৫ আগস্ট মঙ্গলবার আনন্দ, আবেগ ও শ্রদ্ধার সাথে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসে আয়োজিত হয় জুলাই’২৪ গণঅভ্যুত্থান স্মরণে দোয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যার। এতে জুলাই গণঅভ্যুত্থানের বিজয়কে ধারণ করে রাখার জন্য গাকৃবির প্রশাসনিক ভবনের সম্মুখ চত্বরকে জুলাই ৩৬ চত্বর’ ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ গণঅভ্যুত্থান দিবসের শুভ সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার এ রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে। পরে সকালে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এর নেতৃত্বে গাকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একাত্ম হয়ে অংশ নেন। প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত সেই র‍্যালি মুহূর্তে পরিণত হয় প্রতিরোধের প্রতীকে। এরপর নতুন কৃষি অনুষদের নিচে আয়োজিত হয় স্থিরচিত্র প্রদর্শনী, যেখানে ফুটে ওঠে জুলাই ‘২৪ এর প্রতিটি সাহসী মুহূর্ত। বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গণঅভ্যুত্থান স্মরণে আলোচনাসভা। মহতী এ আলোচনাসভায় সভাপতির আসন অলংকৃত করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, প্রভোস্ট এবং শিক্ষকবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনার শুরুতেই জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রদর্শিত হয় গাকৃবি কর্তৃক নির্মিত জুলাই’২৪ এর উপর একটি প্রামাণ্যচিত্র, যা মনে করিয়ে দেয় সেই ভয়াল দিনগুলোর সত্য, ইতিহাসের অবিস্মরণীয় মুহূর্তসমূহ। আলোচনা পর্বে গাকৃবি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন হাফসা শারমীন এবং সাজ্জাতুল ইসলাম শাওন, কর্মচারী ও কর্মকর্তাগণের পক্ষে যথাক্রমে বক্তব্য দেন দুলাল হোসেন এবং আবু হানিফ পালোয়ান। অন্যদিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান ও প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং শিক্ষকবৃন্দের পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ গোলাম রসুল ও প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জুলাই ‘২৪ ছিল কেবল একটি গণঅভ্যুত্থান নয়, ছিল ন্যায়বোধ, গণতন্ত্র ও মানুষের অধিকারের জয়গান। সুতরাং শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।” অনুষ্ঠানের সভাপতি উপাচার্য সমাপনী বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের। পরে উপাচার্য বলেন, আজ আমরা এক গর্বিত ও বেদনাময় উপলক্ষে একত্রিত হয়েছি জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ হওয়া অকুতোভয় তরুণদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও প্রতিজ্ঞা প্রকাশ করতে। এই দিনটি কেবল একটি তারিখ নয়; এটি এক জীবন্ত ইতিহাস, এক গণজাগরণের প্রতীক।” উপাচার্য আরো বলেন, ” যাদের ত্যাগের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে আমাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে উপস্থিত সকলেই অবদান রাখবেন এ কামনা করে সভাপতির বক্তব্য শেষ করেন তিনি। পরে সন্ধ্যা ৭টায় শুরু হয় গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আয়োজন ছিল একটি শ্রদ্ধাঞ্জলি তাদের প্রতি, যারা নিজেদের ভবিষ্যৎকে উৎসর্গ করে গড়েছে একটি মুক্ত আগামী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Facebook আমাদের Facebook পেজ

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট