
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের ১ বছর পূর্ণ হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু সহ আরও অনেকে। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।এর পূর্বে সন্ধ্যা সাড়ে ৬ টায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি), বিকেল ৪টার পৌর বিএনপি, বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারী ইমরান হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।