এস এম রহিম ইসলাম রুস্তম, রাজিবপুর উপজেলা প্রতিনিধিঃ- ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজিবপুর উপজেলার সকল অঙ্গ সংগঠনের বিশাল কোন মিছিল ও সমাবেশ উৎযাপিত হয়। সকাল ১১ টায় রাজিবপুর উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে বাজারের প্রত্যেকটি অলিগলি ২ ঘন্টা ব্যাপী সমাবেশ প্রদক্ষিণ করে।
সমাবেশে স্থানীয় জনগণের অংশগ্রহণও ছিল নজর বিহীন।
সমাবেশ শেষে। আলোচনা সভায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেসুর রহমান,সদস্য সচিব জনাব আব্দুল হাই সরকার বিএনপি, যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন মন্ডল, যুব দলের আহব্বায় রুস্তম মাহমুদ লিখন, ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান,জাসাস এর আহ্বায়ক মোঃ আকবর হোসেন,আরো অন্য অন্য অঙ্গ সংগঠনের অনেকেই বক্তব্য রাখেন। প্রত্যেকের বক্তব্যের শিরোনাম ছিল, ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে। অধ্যাপক মুখলেসুর রহমান বিএনপির আহ্বায়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিএনপি বিগত দিনে সুবিধাবাদী ভোটের রাজনীতি করেনি। সবার ভোটার অধিকার যেন ফিরিয়ে দিতে পারেন এজন্য সাধারণ জনগণের কাছে তিনি সার্বিক সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন সুশৃংখল গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন। আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দিবেন। রাজিব পুর উপজেলা বিএনপিকে দুর্নীতি মুক্ত রাজনীতিতে পরিণত করতে যা করার দরকার সেটাই করবেন,আশ্বাস দিয়েছেন রাজিবপুর উপজেলা বাসিকে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। অতি শীঘ্রই দেশ নায়ক তারেক রহমান দেশে আসার ও অতি শীঘ্রই নির্বাচন ঘোষনার জোর দাবি জানান।অতি শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫