জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ- গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বাহির গোলা মসজিদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য গণমিছিলের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
গণমিছিলটি বাহির গোলা মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে সজ্জিত হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। পরে মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আতাউর রহমান, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মুহাঃ একরামুল হক, সাবেক পৌর মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তাঁরা বলেন, এই দিনে যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাসমান হয়ে থাকবে। সেই চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ ছাত্র, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫