1. dailyjonotarkontho01@gmail.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  2. dailyjonotarkonthonewseditor@gmail.com : Mr Masud Rana : Mr Masud Rana
  3. live@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ : দৈনিক জনতার কন্ঠ
  4. info@www.dailyjonotarkontho.com : দৈনিক জনতার কন্ঠ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ গলাচিপায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বর্ণাঢ্য কুচকাওয়াজ। সাতক্ষীরায় জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি অনুষ্ঠিত মহিমাগঞ্জে তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি শামীম কায়সার লিংকন মহান বিজয় দিবস আজ: রক্তস্নাত সংগ্রামের গৌরবময় ১৬ই ডিসেম্ব।র কাশিমপুরে নারী শ্রমিকের মোবাইল ছিনতাই ও ব্ল্যাকমেইলের অভিযোগ কুমারগাড়ীতে তাফসীরুল কুরআন মাহফিলে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের বক্তব্য বেউরগ্রামে ইসলামী জলসায় মোহাম্মদ শামীম কায়সার লিংকনের বক্তব্য চিয়ারগাঁওয়ে জামে মসজিদ উন্নয়ন উপলক্ষে ওয়াজ মাহফিল ও তিনতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। শিবপুর–মালঞ্চা পুরাতন জামে মসজিদের উন্নয়নে ইসলামী জলসায় প্রধান অতিথি শামীম কায়সার লিংকন।
আমাদের Facebook পেজ

তারুণ্যের শক্তির জয়গানে এআই প্রযুক্তিনির্ভর অফার নিয়ে এলো ‘রাইজ’

জনতার কন্ঠ ডেস্কঃ-
  • প্রকাশিত: বুধবার, ৬ অগাস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্কঃ-

দেশের তরুণ প্রজন্ম সাহস ও দৃঢ়তায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে যুগ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে আসছে। সম্ভাবনাময় এ তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর তারুণ্যের লাইফস্টাইল ব্র্যান্ড ‘রাইজ’ চালু করেছে বিশেষ সব অফার ও বান্ডল। তরুণদের অদম্য প্রাণশক্তি এবং জাতির ভবিষ্যৎ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উদযাপনেই এই ক্যাম্পেইন চালু করা হয়েছে।

বর্তমান সময়ের তরুণদের পরিবর্তিত ডিজিটাল চাহিদা বিবেচনা করে গত বছর রাইজ চালু করে বাংলালিংক। পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কণ্ঠকে ঐক্যবদ্ধ করতে প্রযুক্তির ভূমিকা উপলব্ধি করে যাত্রা শুরু করে এ ব্র্যান্ড। তরুণদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তির মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রাইজ নিয়ে এসেছে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবার পাশাপাশি অত্যাধুনিক এআই টুলস। এসব টুল তরুণদের শেখার ধারা ত্বরান্বিত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে। উদ্যোগটির লক্ষ্য তরুণদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় রিসোর্স দিয়ে সমৃদ্ধ করা, যেন তারা সবসময় কানেক্টেড থাকতে পারেন এবং চলার পথে অনুপ্রাণিত বোধ করেন।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, “বাংলাদেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। তারা সম্ভাবনাময় শক্তি, সৃজনশীলতা ও উদ্যমের উৎস। বাংলালিংকে আমরা বিশ্বাস করি, তরুণদের শুধু কানেক্টিভিটি সেবাই নয়, পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় টুলস ব্যবহারের সুযোগও থাকা উচিত। এ ভাবনা থেকেই আমরা রাইজ চালু করেছি। তারুণ্য-কেন্দ্রিক এ ব্র্যান্ড এআই প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে এবং তাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াবে। বাংলাদেশের তরুণদের প্রতি সম্মান জানিয়ে আমরা বিশেষ অফার নিয়ে এসেছি, যা প্রযুক্তিকে আরও সহজে ব্যবহারযোগ্য ও অর্থবহ করে তুলবে। আমরা বিশ্বাস করি, তরুণেরা জাগলেই দেশ এগিয়ে যাবে।”

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে ৬ মাসের বিভিন্ন সুবিধাসহ নতুন সিম চালু করা হয়েছে, যেখানে থাকছে ৫০ জিবি ডেটা ও ৩০০ মিনিট। এছাড়াও রয়েছে টফির প্রিমিয়াম কনটেন্ট উপভোগ এবং এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুযোগ। এ সিমের মাধ্যমে তরুণেরা দীর্ঘমেয়াদে কানেক্টিভিটি ও বিনোদনের স্বাধীনতা উপভোগ করতে পারবেন।

রাইজের এআই প্রযুক্তিনির্ভর সেবার মধ্যে রয়েছে— যেকোনো ডকুমেন্ট সহজে সংক্ষেপিত করার টুল ‘সামারাইজ’, লেখার মান উন্নত করার জন্য ‘গ্রামারাইজ’ এবং সৃজনশীলতা প্রকাশের জন্য ‘অ্যাভাটারাইজ’। এসব টুল ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি একাডেমিক ক্ষেত্রেও সফলতা অর্জনে সহায়ক হবে। বিনামূল্যে এসব প্রয়োজনীয় টুল ব্যবহারের সুযোগ বর্তমান তরুণদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থবহ ডিজিটাল সমাধান প্রদানের ক্ষেত্রে রাইজের প্রতিশ্রুতির প্রতিফলন।

এছাড়া তরুণদের চাহিদা অনুযায়ী রাইজ চালু করেছে চারটি নতুন বান্ডল, যেখানে রয়েছে ডেটা ও ভয়েস মিনিটের পাশাপাশি আনলিমিটেড ডেটা কলিং, টফির প্রিমিয়াম কনটেন্ট এবং এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুবিধা—

  • স্টার্টার প্যাক: ৯৭ টাকায় ৩ দিনের মেয়াদে ৭ জিবি ডেটা
  • ব্লেইজ বান্ডল: ১৯৭ টাকায় ৭ দিনের মেয়াদে ২৫ জিবি ডেটা ও ৫০ মিনিট
  • ভাইব প্ল্যান: ২৯৭ টাকায় ৩০ দিনের মেয়াদে ২৫ জিবি ডেটা ও ২০০ মিনিট
  • ফ্লাই বান্ডল: ৪৯৭ টাকায় ৩০ দিনের মেয়াদে ৬০ জিবি ডেটা ও ৩০০ মিনিট

দেশের তরুণদের যোগাযোগ, বিনোদন ও প্রোডাক্টিভিটির চাহিদা পূরণের লক্ষ্যেই এই অফারগুলো আনা হয়েছে। সিম অফারের পাশাপাশি সম্প্রতি উন্মোচিত বান্ডলগুলোতে রয়েছে উচ্চগতির ইন্টারনেট, ভয়েস মিনিট, টফি প্রিমিয়াম উপভোগের সুযোগ এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ইমোতে আনলিমিটেড ডেটা কলিং-এর সুবিধা।

স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি— যে কোনো প্ল্যানেই ব্যবহারকারীদের পছন্দ ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এসব বান্ডল উন্মোচন করা হয়েছে। ডিজিটাল অন্তর্ভুক্তি ও উদ্ভাবনে অগ্রাধিকার দিয়ে রাইজ তরুণদের কাছ থেকে জানতে, শিখতে এবং তাদের সাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Facebook আমাদের Facebook পেজ

পুরাতন সংবাদ পড়ুন

সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ-২৪/২০২৫ আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার আইনত অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট