নজমুল হক, স্টাফ রিপোর্টারঃ-
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা কর্তৃক আয়োজিত অংশীদারদের সাথে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ৭আগস্ট বৃহস্পতিবার কোনাবাড়ী থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম,খতিব , সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল হাসান,উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) জিএমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম অতিঃ উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের, এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কোনাবাড়ি থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, কোনাবাড়ী থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানবীরুল ইসলাম রাজিব,
কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি, সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন, আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা খেলাফত মজলিস, গণঅধিকার,জামায়েত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,কোনাবাড়ী থানার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, সুশীল সমাজ, গুণীজন, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কোনাবাড়ী থানার বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনায় কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকার মাদক সন্ত্রাস, চাঁদাবাজি,যানজট নিয়ে প্রশ্নের জবাবের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রবিউল হাসান, কোনাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিনসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তা বৃন্দ।মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ এর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫