জেলা প্রতিনিধি খুলনাঃ-
বুধবার (৬ আগস্ট) মানব পাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর যৌথ উদ্যোগে খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন হাজী ফয়েজ উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও দৌলতপুর মহাসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানব পাচার, বাল্যবিবাহ ও অনিরাপদ অভিবাসন রোধ করা সহজ কাজ নয়। সাধারণ ও নিরীহ মানুষকে ভালো চাকরি, মডেলিং কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে দেশের বাইরে পাচার করা হচ্ছে। অনেক সময় ভুক্তভোগীরা বুঝতেই পারে না, তারা কোন প্রতারণার ফাঁদে পা দিয়েছে। বিশেষ করে, পাসপোর্ট ছাড়া কাউকে পাচার করা হলে তাকে শনাক্ত ও উদ্ধার করা অত্যন্ত জটিল হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “জাস্টিস অ্যান্ড কেয়ার শুধুমাত্র বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও পাচার হওয়া ভিকটিমদের উদ্ধারে এবং তাদের আইনি সহায়তা প্রদানে কাজ করছে। সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষকদের ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের প্রচেষ্টায় অনেক শিক্ষার্থী এই প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেতে পারে।”
পুলিশ কমিশনার কোমলমতি শিক্ষার্থীদের মানব পাচার থেকে সুরক্ষিত থাকতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন এবং অনলাইন হয়রানি ও প্রতারণা থেকে বাঁচার জন্য নানা দিক নির্দেশনাও প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিজেদের স্বপ্নকে বাস্তব করতে হলে আগে নিজেকে সুরক্ষিত রাখা শিখতে হবে।”

অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক এওয়ারনেস কার্ড বিতরণ করা হয় এবং মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সেশনে জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কর্মকর্তাবৃন্দ, উভয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫