ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে উপজেলা প্রতিনিধি সোহানুজ্জামান সোহানের সভাপতিত্বে ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম জিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ষপূর্তির কেক কাটেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ সহ ঘোড়াঘাট প্রেস ক্লাব এর আহবায়ক আনভিল বাপ্পি সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫