ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঘোড়াঘাট হিলি মোড়- ডুগডুগিহাট রোডে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তির নেতৃত্বে এই কর্মসূচিতে প্রায় ১৫০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মুক্তার হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ এ কর্মসূচির অংশ হিসেবে হিলি মোড়-ডুগডুগিহাট রোড সহ বিভিন্ন রোডে কৃষ্ণচুড়া সহ ফলজ, বনজ ও ঔষধি গাছের ৩৫০ টি চারা রোপন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫