
জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্টপ্লাস পোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারন ও প্রকল্পের অংশীদারগনের নিয়ে হরিপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ আগস্ট) দুপুরে আরডিআর এস বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা কুষি অফিসার কৃষিবিদ রুবেল হুসেনের সভাপতিত্বি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মানস কুমার, হারভেস্টপ্লাস এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মজিবর রহমান,প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, ইএসডিও‘র এপিসি কৃষিবিদ আসরাফুল আলম,রিএক্ট-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ,ওয়াল ভিশনের কোঅডিনেটন রুমা পারভিন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম সিঞা প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার,স্কুল কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, ব্যাবসায়ী সহ ৪৫ জন উপস্থিত ছিলেন।