বরিশাল প্রতিনিধিঃ-
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে গত ১৮ দিনের চলমান আন্দোলনকারী ছাত্র-জনতা এবং বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকে কয়েকদিন ধরে চলা অনশনরত ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের স্টাফরা এ হামলা চালান বলে অভিযোগ আহত আন্দোলনকারী শিক্ষার্থীদের।
এর আগে ওইদিন সকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তাদের দাবি—অযৌক্তিক আন্দোলনের নামে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। মিছিল শেষে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আহতরা।
এর আগে ১৩ আগস্ট সকালে বরিশাল সফরে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া বক্তব্যের প্রতিবাদে আন্দোলনকারীরা বুধবার দিবাগত রাতে নগরীতে মশাল মিছিল বের করেন।
বৃহস্পতিবার হামলার পরই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান আন্দোলনের অন্যতম নেতা মহিউদ্দিন রনি। তিনি অভিযোগ করেন, ১৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরিশালে মতবিনিময় সভা করলেও সেখানে আন্দোলনকারীদের প্রতিনিধি রাখা হয়নি। বরং তিনি ‘অযৌক্তিক আন্দোলন বন্ধ না হলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করবে’ বলে উস্কানিমূলক বক্তব্য দেন। এর ফলে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফসহ পুরনো সিন্ডিকেটের সদস্যরা পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালান।
মহিউদ্দিন রনি বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও সেবায় অবহেলার বিরুদ্ধে এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে তারা ১৮ দিন ধরে আন্দোলন করছেন। আন্দোলনকারীদের দাবি ছিলো—স্বাস্থ্য উপদেষ্টা সরাসরি এসে তাদের যৌক্তিক দাবি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেবেন। কিন্তু উপদেষ্টা আসেননি, বরং মহাপরিচালককে পাঠানো হয়েছে।
অপরদিকে হাসপাতালের কয়েকজন স্টাফ নাম প্রকাশ না করার শর্তে জানান, শান্তিপূর্ণ মানববন্ধনের সময় ছাত্ররা তাদের ‘দালাল’ বলে কটুক্তি করায় তারা ধাওয়া দেন। এতে ছাত্ররা দৌঁড়ে পালাতে গিয়ে আহত হয়।

উত্তপ্ত শেবামেক
হামলার ঘটনায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হন এবং কিছু আন্দোলনকারীকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫