
বরিশাল প্রতিনিধিঃ-
নির্মাণাধীন মাদ্রাসা ভবনের রেলিংয়ে পর্যাপ্ত রড না থাকা এবং ফ্লোর ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরেজমিন পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ পান এবং রেলিং ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেন।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল দাখিল মাদ্রাসার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে গরঙ্গল দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ কাজ চলছে। নির্মাণের শেষ পর্যায়ে মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছিল।
স্থানীয়রা বিষয়টি গৌরনদীতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাকে একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তারা বাধ্য হয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ১৩ আগস্ট বিকেলে ইউএনও এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার দুপুরে অভিযোগের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, “সরেজমিনে অনিয়ম প্রমাণিত হওয়ায় সমস্যাযুক্ত অংশ ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।”
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, “আমাদের না জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তিনতলার রেলিংয়ে মাত্র দুটি রড দিয়ে ঢালাই করেছে এবং ফ্লোরে ত্রুটি তৈরি করেছে। এগুলো ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।”
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্তরা কোনো মন্তব্য করতে রাজি হননি।