
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই শেষে মৌলভীবাজার জেলা থেকে ৩৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
আগামী ১০ সেপ্টেম্বর মৌলভীবাজার পুলিশ লাইন্স কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে শারীরিক মাপজোখ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় (Physical Endurance Test) উত্তীর্ণ হন নির্বাচিত প্রার্থীরা।

মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং অন্তর্ভুক্ত ছিল। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবার নেতৃত্বে শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে পরীক্ষা গ্রহণ করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। পরে চূড়ান্তভাবে নিয়োগযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে।
নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি) মো. ইকবাল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ মেডিকেল অফিসার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।