
মাছুদ রানা (বিশেষ প্রতিনিধিঃ)
আগামী ১৩ সেপ্টেম্বর সারাদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠনটির এ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাংবাদিক সমাজের অধিকার আদায় ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে এবার কার্যনির্বাহী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনন্দ টেলিভিশনের সাংবাদিক মোঃ শাকিল। তিনি ০৪ নং ব্যালটে নির্বাচন করছেন।মোঃ শাকিল সাংবাদিকতার শুরু থেকেই গাজীপুরের মাঠ পর্যায়ে কাজ করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে সাংবাদিক সমাজের পাশে ছিলেন। এ কারণে অনেক তরুণ সাংবাদিকদের মাঝে তিনি ইতোমধ্যেই আস্থার প্রতীক হয়ে উঠেছেন।নির্বাচন উপলক্ষে মোঃ শাকিল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন—“গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উন্নয়ন, সাংবাদিকদের অধিকার আদায়, কল্যাণ তহবিল বৃদ্ধি ও সাংবাদিকদের মর্যাদা রক্ষার জন্য আমি প্রার্থী হয়েছি। আপনাদের অমূল্য ভোট আমার প্রার্থীতাকে সফল করবে বলে আমি বিশ্বাস করি।”গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যরা জানান, এ নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠবে, যা সাংবাদিক সমাজকে আরো ঐক্যবদ্ধ করবে এবং গণমাধ্যমকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।আগামী ১৩ সেপ্টেম্বরের এই নির্বাচনকে ঘিরে জেলার সাংবাদিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। গাজীপুর প্রেসক্লাব ও স্থানীয় বিভিন্ন পত্রিকা-টেলিভিশনের সাংবাদিকরা নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন।সাংবাদিক মহল আশা করছে, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের এ নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হবে এবং সাংবাদিক সমাজের প্রার্থিতার মধ্য থেকে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে।