খায়রুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে:আজ রাত আনুমানিক আড়াইটার দিকে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা তফিজুল ও আনোয়ারের বাড়িতে হানা দিয়ে সাড়ে চার লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার, জমির দলিল ও ব্যাংকের চেক লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় তহিদুলের স্ত্রী স্বর্ণ অলংকার রক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার কপালে আঘাত করে এতে তিনি রক্তাক্ত হন।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।
আহত অবস্থায় তাকে এবং আরও দুইজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনজন চিকিৎসাধীন।
এলাকাবাসী এখনো আতঙ্ক বিরাজ করছে এবং
দ্রুত ডাকাতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫