লিটন হাসান লাজু ( সিনিয়র স্টাফ রিপোর্টার) গাজীপুরের কালিয়াকৈর Facebook Content Creator Group এর উদ্যোগে আগামী শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে Facebook Content Creator মিলনমেলা ২০২৫।অনুষ্ঠানটি কালিয়াকৈরের আনন্দ পার্ক রিসোর্টে আয়োজন করা হবে।আয়োজকরা জানান, অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১,০০০ টাকা।
◑যার সঙ্গে থাকছে এক্সক্লুসিভ সুবিধা—
☞প্রবেশ টিকিট
☞বিশেষ টি-শার্ট
☞দুপুরের লাঞ্চ
☞স্পেশাল গিফ্ট ও ফ্রি সুইমিং সুবিধা।
এছাড়াও অতিথি হিসেবে (স্ত্রী/সন্তান/বন্ধু) মাত্র ২৫০ টাকায় প্রবেশ, লাঞ্চ ও অন্যান্য আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারবেন।
◑অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন—
এস আই জাহাঙ্গীর আলম ( শিক্ষনীয় কন্টেন্ট ক্রিয়েটর- পুলিশ কর্মকর্তা, কালিয়াকৈর থানা), মোহাম্মদ আলম হাসান (মানবিক কন্টেন্ট ক্রিয়েটর ), জুয়েল পালোয়ান (Admin - Kaliakoir Group ), রিপন মাহামুদ (এডমিন, কালিয়াকৈর ট্যুর গ্রুপ), সবুজ মোল্লা জিকু (এডমিন, মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন), মনির হোসেন এমকে (এডমিন, রক্তদানের অপেক্ষায় কালিয়াকৈর গ্রুপ) এবং শামীম আল মামুন (মডারেটর, সাভার ট্রাভেল গ্রুপ)।
📺প্রোগ্রামে যা থাকছে—
⇨কনটেন্ট ক্রিয়েটরদের সাথে মিটআপ
⇨ফেসবুক আইডি/পেজ সমস্যার সমাধান
⇨নেটওয়ার্কিং সুযোগ
⇨ফলোয়ার বাড়ানোর টিপস
⇨ভিডিও ভিউ বৃদ্ধির কার্যকর কৌশল
⇨স্টেজে বক্তব্য দেওয়ার সুযোগ
[ খেলাধুলা *বিনোদন *লটারি ও সারপ্রাইজ মুহূর্ত ]
আয়োজকদের মতে, এই অনুষ্ঠান শুধু বিনোদনের জন্য নয়, বরং তরুণদের ক্যারিয়ার ও ব্র্যান্ড নির্মাণে সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যেও আয়োজন করা হয়েছে।
( রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার)
>যোগাযোগের জন্য<
দেওয়ান মিজানুর রহমান মিজান (01977654256)
মাসুদ আলম সোহেল (01789988433)
দুলাল রহমান (01989436766)
লাজু শেখ (01733460062)
ফরিদুল ইসলাম (01792984826)
জোবায়ের হোসাইন (01961962955)।
আয়োজনে: Kaliakoir Content Creator Group
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫