লিটন হাসান লাজু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (সোমবার) বগুড়া পুলিশ লাইন্স রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয় বার্ষিক পরিদর্শন করেন।
জিআইজি মহোদয়, পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, রেশন স্টোর, ডি-স্টোর, সি-স্টোর, হিসাব শাখা, এমটি সেকশন এর বিভিন্ন নথিপত্র ও জেলা পুলিশের কার্যক্রম সমূহ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত হন।
তিনি প্রত্যেক পুলিশ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব দেশমাতৃকার সেবায় ভালোবাসা দিয়ে পালন এবং নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করতে বলেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে অত্যন্ত সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
সেইসাথে অতীতের গতানুগতিক প্রথাগত পুলিশিং থেকে বেরিয়ে এসে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের পেশাগত কাজ'কে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় বিশেষ কলাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ কলাণ সভায় পুলিশ সদস্যদের পোশাক, রেশন, আবাসস্থল, ছুটিসহ ইত্যাদি কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের অনেক সমস্যার কথা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট তুলে ধরেন।
রেঞ্জ ডিআইজি মহোদয় সকলের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বিশেষ কলাণ সভা শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তাগণ, সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫