যশোর জেলা প্রতিনিধিঃ-
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, পুলিশসহ চার জন মারা গেছেন। এর মধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় তিনজন এবং যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় একজন নিহত হয়েছেন।
ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় মারা যান ডেইলি ইভনিং নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এইচএম জাফর আলী (৪৫), পুলিশের এসআই নিক্কন আঢ্য (৩৫) এবং আক্তার হোসেন (৪৭)। অপরদিকে, পারবাজারে মারা যান পিকআপ চালক রুহুল কুদ্দুস (৪৭)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার কিছু সময় আগে ঢাকা থেকে যশোরমুখী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।
যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরমুখী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস রাত ১১টার কিছু সময় আগে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ বাসের মধ্যে ঢুকে পড়ে।
দুর্ঘটনার পর ভাঙ্গুড়া বাজারে থাকা স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত আবু জাফর ও নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, আবু জাফর পথেই মারা যান। নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শেখ সেকেন্দার আলী জানিয়েছেন, ঢাকায় নেওয়ার পর নিক্কন আঢ্যও মারা যান।
নিহত আক্তার হোসেন যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। নিহত এইচএম জাফর যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক। গুরুতর আহত নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে এবং নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
অপরদিকে, সোমবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় বেনাপোলমুখী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো গ-১২-৩৬৯৩) এবং বিপরীতমুখী একটি পিকআপ (যশোর না-১১-০৩৯৪) মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রুহুল কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও পিকআপ জব্দ করা হয়েছে, তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫