লিটন হাসান লাজু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী মানব চৌধুরী (৪০) ও স্ত্রী বাচা চৌধুরীর মৃত্যুর পর এবার তাদের ১৪ বছরের মেয়ে মুন্নী আক্তারও মারা গেছে। উপজেলার কাঁচপুর পুরান বাজার মধ্যপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।গত সোমবার রাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন।
এর আগে অগ্নিদগ্ধ ৫ জনের মধ্যে গৃহকর্তা মানব চৌধুরী ও তার স্ত্রী বাচা চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জানা যায়, চাকরির সুবাদে উপজেলার কাঁচপুর বিসিক শিল্প নগরীর পুরান বাজার মধ্যপাড়া শেখ ফরিদের তিনতলা বাড়ির নিচতলায় এক মাস আগে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন মানব চৌধুরী ও তার পরিবারের সদস্যরা। গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করা হলে বিকট শব্দে সেখানে সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এ সময় অগ্নিকাণ্ডে পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর দুপুরে দগ্ধদের মধ্যে গৃহকর্তা মানব চৌধুরী ও ৮ সেপ্টেম্বর তার স্ত্রী বাচা চৌধুরী মারা যান। বর্তমানে মৃত মুন্নীর দুই বোন তিন্নি ও মৌরি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, মুন্নী গত সোমবার রাত ৯ টা ৪৫ মিনিটে মারা যায়। তার শরীরের শতকরা ২৮ ভাগ পুড়ে গিয়েছিল।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫