
খায়রুল ইসলাম | স্টাফ রিপোর্টার |
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ১বৎসর করে সাজাপ্রাপ্ত আসামী রেজাউল করিম ও মজনু মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের নির্দেশনায় এ,এস আই শরৎ চন্দ্রের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গেল রাতে তাদেরকে পুলিশ গ্রেফতার করে আজ শনিবার দুপুরে জেল হাজতে প্রেরন করে। আটককৃত রেজাউল করিম, উপজেলার দরবস্ত ইউনিয়নের মিনার উদ্দিনের ছেলে। ও আটককৃত মজনু মিয়া উপজেলার অভিরামপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।