
গোপালগঞ্জ | টুঙ্গিপাড়া | প্রতিনিধি |
আজ ২৮ সেপ্টেম্বর, রবিবার, ষষ্ঠী তিথির মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার ৯০টি মন্দিরের মধ্যে ৮৯টি পূজা ম-পে এবার পূজার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি পূজাম-পে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এবং পূজা উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এই উৎসব। পূজা উপলক্ষে ম-পগুলোতে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, টুংগীপাড়া উপজেলায় ৯০ টি পূজা মন্ডপের মধ্যে ৮৯টি তে পূজা হবে। প্রতিটি পূজা মন্ডবে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে সহায়তা করা হয়েছে। আনসার, পুলিশ, উপজেলা প্রশাসন সকলেই পূজায় সর্বত্র সহযোগিতা করবে। তিনি আরো বলেন,আশা করবো সাংবাদিকরাও পূজা মন্ডপ গুলো ঘুরে ঘুরে দেখবে, যেন কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এজন্য পূজা মন্ডপের কমিটিকে ও সতর্ক থাকতে হবে। টুঙ্গিপাড়া থানার ইন্সপেক্টর তদন্ত নয়ন দেবনাথ জানান,টুঙ্গীপাড়া উপজেলার ৯০ টি মন্দিরের মধ্যে ৮৯ টি মন্দিরে পূজা উদযাপন করা হবে এবং সবগুলো মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশা করি কোন প্রকার অপ্রিতকর ঘটনা ঘটতে পারবে না। তিনি আরো জানান ৮৯ টি মন্দিরে প্রায় ৭০ থেকে ৮০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এবং ৬০০ বেশি আনসার সদস্য ২৪ ঘন্টা দায়িত্বে নিয়োজিত থাকবে। টুঙ্গিপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের এক নেতা জানান, এই বছর প্রতিটি পূজাম-পে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও নিরাপত্তা নিশ্চিত করে পূজা উদযাপন হবে। প্রশাসন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পূজাম-পগুলোতে লাইটিং, সাউন্ড ও রঙিন সাজসজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে। শিশু-কিশোর, নারী-পুরুষ নির্বিশেষে সকল বয়সী মানুষের মধ্যে বইছে আনন্দের ঢেউ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শুভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টুঙ্গিপাড়াবাসীকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।