জাহিরুল ইসলাম রনি | ঠাকুরগাঁও প্রতিনিধি |
ঠাকুরগাঁওয়ে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে, ভুক্তভোগী পরিবার জমি দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এতে অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তাদের পূর্বপুরুষদের হাজিপাড়ার নিশ্চিতপুর মৌজার ৯৬০ নং দাগের রেকর্ডিয় জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের অপচেষ্টা করছেন প্রভাবশালী মহল। এই ঘটনায় রানীশংকৈল উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ (পিতা: মৃত কশির উদ্দিন) এবং জালাল আবেদিন (পিতা: আব্দুল হামিদ)-এর নাম উঠে এসেছে।
পরিবারটির অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার, যখন তারা তাদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে রউফ বাহিনীর ৪০-৫০ জন লোক তাদের জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা জমি থেকে গাছ কেটে নেয় এবং বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে তাদের 'মালাউন' বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তারা বলেন, "আমরা নিরাপদে পূজা করার অধিকারে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা এর বিচার চাই।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫