
স্টাফ রিপোর্টার | আলমগীর হোসেন |
গাজীপুরে দৈনিক ঘোষণা ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর যৌথ উদ্যোগে বুধবার সকাল ১১টায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক মৌলিক ধারণা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত দিয়ে। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ দ্বীন ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক মোতা। সঞ্চালনা করেন ইসমাইল হোসেন রকি।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “যারা সাংবাদিকতার নামে গ্যাস বাণিজ্য, হোটেল থেকে চাঁদাবাজি বা গরিব-অসহায় মানুষদের জিম্মি করে টাকা আদায় করে—তারা যতই শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কলম চলবেই। অপসাংবাদিকতা গাজীপুরের মাটিতে চলবে না।”
অনুষ্ঠানটি সমন্বয় করেন প্রশিক্ষণ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
প্রশিক্ষণ/ট্রেনিং সেশন পরিচালনা করেন আরজেএফ-এর সম্মানিত চেয়ারম্যান ও দৈনিক ঘোষণার নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জন্য বলেন, “আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে। সাংবাদিকের কলম হতে হবে সাহসী, দুর্নীতির বিরুদ্ধে অগ্নিশিখা। অপসাংবাদিকতার কালো ছায়া ভেদ করে আলোর পথ দেখাতেই সাংবাদিকতার শপথ।”
কর্মশালায় বক্তারা সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, বরং এটি জাতির বিবেক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করার হাতিয়ার হিসেবে তুলে ধরেন। তারা অংশগ্রহণকারীদের কলমকে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার ও সত্য প্রতিষ্ঠার গুরুত্বও বুঝিয়ে দেন।
কর্মশালার সমাপ্তিতে আরজেএফ চেয়ারম্যান এস. এম. জহিরুল ইসলাম অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র বিতরণ করেন। সনদ গ্রহণ শেষে সাংবাদিকরা শপথ নেন—
দুর্নীতি ও অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন।
সত্য ও ন্যায়ের পক্ষে কলমকে রাখবেন অটল।
সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।