
নিজস্ব প্রতিবেদক |
বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাঁর ফেসবুক পোস্টে এই ‘ব্রেকিং নিউজ’ প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল, মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট এক্সেস নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন আলোড়ন আনার চেষ্টা করবে। আমরা চাই মানুষের যোগাযোগে এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্টসহ, ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক।
বিটিসিএল-এর এই নতুন সেবাসমূহ, যা মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্টের অ্যাক্সেস নিশ্চিত করবে, তা নিম্নরূপ:
পাঁচটি নতুন সেবার ঘোষণা
১. বিটিসিএল এমভিএনও (MVNO) মোবাইল সিম: নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং পলিসির মাধ্যমে বিটিসিএল নিজস্ব মোবাইল সিম (MVNO) চালু করবে।
২. বিটিসিএল আলাপ আইপিফোন অ্যাপ: এই অ্যাপ-ভিত্তিক ভয়েস কলিং পরিষেবার মাধ্যমে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কলিং নিশ্চিত করা হবে।
৩. বিটিসিএল জীপন (GPON) বা আইএসপি সংযোগ: এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা আনলিমিটেড ডেটা সুবিধা উপভোগ করতে পারবেন।
৪. ঐচ্ছিক ওটিটি (OTT) পরিষেবা: গ্রাহকদের জন্য প্রাথমিকভাবে Bongo, Chorki, Hoichoi এর মতো ওটিটি প্ল্যাটফর্ম যুক্ত করা হবে, যা আনলিমিটেড এন্টারটেইনমেন্ট নিশ্চিত করবে। পরবর্তীতে এতে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমও যুক্ত করা যেতে পারে। এর মাধ্যমে ওটিটি কনটেন্টের পাইরেসি সমস্যার সমাধান করা হবে।
৫. মাত্র ৫০০ টাকা কিস্তিতে স্মার্টফোন: নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত নাগরিকদের জন্য স্মার্টফোন কেনা সহজ করতে মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে হ্যান্ডসেট সরবরাহ করা হবে। সামান্য কিছু প্রাথমিক ডেপোজিট দিয়ে শুরু হবে এই সুবিধা। একাধিক স্থানীয় উৎপাদকের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ডিভাইস অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা হচ্ছে।
ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর পোস্টে উল্লেখ করেন, এককালীন অর্থ পরিশোধের চাপে প্রান্তিক পর্যায়ের নাগরিকরা স্মার্টফোন কিনতে পারছিলেন না। এই কিস্তি সুবিধা সেই ‘অ্যাক্সেস টু ডিভাইস’ সমস্যাটির সমাধান করবে।
বিটিসিএল কর্তৃপক্ষ আগামী অক্টোবর মাসে এই বিষয়ে বিস্তারিত মিডিয়া কমিউনিকেশনে যাবে বলে জানা গেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো মানুষের যোগাযোগে এবং বিনোদনে থাকা ‘লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্টসহ ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন’ মুছে ফেলা।