ছবি:সংগ্রহিত
নিজস্ব প্রতিবেদক |
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ চতুর্থ দিন। অষ্টমী পর্ব শেষ করে আজ পালিত হচ্ছে মহানবমী। দেবীর বিদায়ের সূচনা হিসেবে দিনটির রয়েছে বিশেষ তাৎপর্য। দশমীতে দেবী দুর্গা কৈলাশে (স্বামীর গৃহে) ফিরে যাবেন।
আজ বুধবার (১ অক্টোবর) মহানবমীর সকালে তর্পণ শেষে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপচারে পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় হবে দেবীর ‘মহাআরতি’। এদিনের অন্যতম রীতি হলো বলিদান ও নবমী হোম। এছাড়া ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার বিশেষ পূজা হয়। পূজা শেষে যথারীতি অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়।
নবমী তিথির সূচনা হয় সন্ধিপূজার মধ্য দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিটে অনুষ্ঠিত এই পূজায় মূলত দেবী চামুন্ডার আরাধনা করা হয়। এ সময় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয়। পূজার মন্ত্রে এই বিশেষত্ব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমী রাত্রিতে দেবীদুর্গার আরাধনার বিশেষ মাহাত্ম্য আছে। যদিও বছরব্যাপী যে উৎসবের প্রতীক্ষায় থাকেন ভক্তরা, তার বিদায়ের ঘণ্টা বেজে ওঠে এই দিনে। তাই নবমী নিশিকে ধরে রাখতে ভক্তরা আকুতি জানান। মণ্ডপে মণ্ডপে বাজতে থাকে একটাই সুর—‘ওরে নবমী নিশি, না হইও রে অবসান’।
পুরোহিতদের ভাষ্য মতে, মহানবমীতে ষোড়শ উপচারের পাশাপাশি নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে দেবীর পূজা সম্পন্ন হয়। এদিন যজ্ঞে ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে দেবীর উদ্দেশে আহুতি দেওয়া হয়।
আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে।
মহানবমীতে ভক্তদের মন ভারাক্রান্ত
মহানবমীর দিন ভক্তদের হৃদয়ে নেমে আসে এক ধরনের বিষাদ। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবের মধ্যেও ভক্তরা দেবীর বিদায়ের ভাবনায় আবেগে আপ্লুত হন। অশ্রুসিক্ত নয়নে প্রার্থনার সময় তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা জানান।
পুরান ঢাকার বাসিন্দা শ্রী অনিরুদ্ধ রায় বলেন, নবমীর বিশেষত্ব হচ্ছে ১০৮ পদ্মে পূজা। বলা চলে, এটাই শেষ পূজা, কারণ বৃহস্পতিবার বিসর্জন। আবার এক বছর অপেক্ষার পর দেবী ফিরবেন আমাদের মাঝে। এই বিদায়ের ভাবনাতেই সবার মন ভারী হয়ে ওঠে।
তিনি আরও বলেন, নবমী পূজায় মানবকুলে সমৃদ্ধি আসে। তাই শাপলা, শালুক, বলিদান ও নীল অপরাজিতা ফুলের মাধ্যমে দেবীর আরাধনা করা হয়।
বংশালের বাসিন্দা সজল দাস জানান, পূজার প্রথম তিন দিন আনন্দে কাটলেও চতুর্থ দিনের সন্ধিপূজার পর থেকেই মনটা বিষণ্ণ হয়ে যায়। কারণ তখন বুঝতে পারি, দেবী আমাদের ছেড়ে চলে যাবেন।
বৃহস্পতিবার বিজয়া দশমী, দেবীর বিসর্জন
আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে বাজবে বিদায়ের ঘণ্টা। সকালে অনুষ্ঠিত হবে দশমীর বিহিত পূজা, এরপর দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। বিশ্বাস করা হয়, বিজয়া দশমীতে মানুষের অন্তরের কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দিয়েই প্রকৃত ভ্রাতৃত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব হচ্ছে, যার মধ্যে রাজধানীতে মণ্ডপ রয়েছে ২৫৯টি। বিজয়া দশমীতে সকাল থেকেই দেশব্যাপী প্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু হবে। রাজধানীর অধিকাংশ প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা নদীতে।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫