গাজীপুর | প্রতিনিধি |
গাজীপুরের কোণাবাড়ী কাচ্চি বাড়ী রেস্তোরায় দৈনিক ঘোষণা ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকতা বিষয়ক মৌলিক ধারণা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত দিয়ে। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ দ্বীন ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক ঘোষণা, এবং সঞ্চালনা করেন ইসমাইল হোসেন রকি।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তিনি বলেন,
“যারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি বা অন্যায় করছেন—তাদের বিরুদ্ধে কলম চলবেই। গাজীপুরে অপসাংবাদিকতার কোনো স্থান নেই।”
এবং প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে ছিলেন আরজেএফ-এর সম্মানিত চেয়ারম্যান ও দৈনিক ঘোষণা নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম বলেন,
“আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে। সাংবাদিকের কলম হতে হবে সাহসী, দুর্নীতির বিরুদ্ধে অগ্নিশিখা। অপসাংবাদিকতার কালো ছায়া ভেদ করে আলোর পথ দেখাতেই সাংবাদিকতার শপথ।”
বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকতা শুধুমাত্র পেশা নয়—এটি জাতির বিবেক এবং জনগণের কণ্ঠস্বর। কলমই হবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
অংশগ্রহণকারীরা সনদপত্র গ্রহণ করছেন, হাসিমুখে একে অপরের সঙ্গে আলাপ করছেন।
কর্মশালার সমাপ্তিতে অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞা করেছেন—
দুর্নীতি ও অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন।
সত্য ও ন্যায়ের পক্ষে কলমকে অটল রাখবেন।
সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনে গাজীপুরে সাংবাদিকতা বিষয়ক এই কর্মশালার সমাপ্তি ঘটেছে, যা সত্যিকারের সাংবাদিকতার শক্তি ও মর্যাদা রক্ষা করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে