খায়রুল ইসলাম | স্টাফ রিপোর্টার |
গতকাল (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত শিশু রাইসার নানার পরিবার ঝালকাঠি থানায় অবস্থান করলেও পুলিশ মামলা নেয়নি। বিষয়টি সালিসে মীমাংসা করার পরামর্শ দেন।
অন্যদিকে হাসপাতালে চিকিৎসা শেষে দেওয়া ছাড়পত্রে উল্লেখ রয়েছে—শিশুটিকে Physical Assault বা শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। চিকিৎসকদের প্রতিবেদনে দেখা গেছে, তার ডান দিকের অক্সিপিটাল হাড়ে (occipital bone) ভাঙন শনাক্ত হয়েছে এবং সেখানে সাবগেলিয়াল হেমাটোমা (subgaleal haematoma) বা রক্তজমাট রয়েছে। শিশুটির নানার অভিযোগ, রাইসাকে তার বাবা রাকিব হোসেন ও সৎ মা কলি নির্মমভাবে নির্যাতন করেছে। এখন বাবার নাম শুনলেই শিশুটি আতঙ্কে কেঁপে ওঠে।#
Ashrafur Rahman জেলা পুলিশ ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠি
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫