
বিশেষ প্রতিনিধি |মামুন হাওলাদার |
টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকায়, প্যাট্রিয়ট ইকো অ্যাপারেলস লিঃ
এর বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছেন। লাইন চিফ মামুন হাওলাদার (আইডি কার্ড নাম্বার ২৬২০২৭০)
জানান। আমি ডিসেম্বর মাসের সেখানে চাকরি করেছি। ১৭- ডিসেম্বর-২০২৪ ইং চাকরিরত অবস্থায় হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হলে কর্মস্থলে উপস্থিত থাকিতে পারিব না বলে উপরস্থ কর্মকর্তা এসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার রেজাউল করিমকে বিষয়টি জানান। মামুন হাওলাদার বলেন শরীরের অবস্থা তেমন ভালো না। আমার পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দেয়ার জন্য অনুরোধ করেন। এসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার রেজাউল করিম বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন তোমাকে আমি চাকরি দেই নাই, যে তোমাকে চাকরি দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করো। ১৮- ডিসেম্বর -২০২৪ ইং
প্রোডাকশন ম্যানেজার একাধিকবার ফোন করে তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন, মামুন হাওলাদার জানিয়েছেন আমার শরীরের অবস্থা তেমন ভালো না কখন অফিসে আসতে পারবো আমি নিজেও বলতে পারি না।
১৮- ডিসেম্বর -২০২৪ ইং
কুয়েত- বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল (আজমপুর) উওরা ঢাকা। চিকিৎসকের পরামর্শ নিলে চিকিৎসক বলেন আপনাকে ভাল ডাক্তার দেখাতে হবে এবং রেস্টের দরকার।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী মামুন হাওলাদার নিজ বাড়িতে চলে যান।
বেশ কিছুদিন পর সুস্থ হয়ে এডমিন মোঃ আরিফ এর সঙ্গে বেতনের ব্যাপারে যোগাযোগ করলে
তিনি জানান আমাদের এখানে রিজেন্ট ছাড়া কোন শ্রমিকের বেতন দেয়া হয় না, তার পরামর্শ অনুযায়ী ২৮- জানুয়ারি -২০২৫ ইং অফিসিয়াল নিয়ম মেনে একটি রিজাইন লেটার জমা দেন। প্রতিনিয়ত বেতনের ব্যাপারে আলাপ-আলোচনা করলে আজ কাল বলে প্রায় ১০- দিন অতিবাহিত করেন ৮- ফেব্রুয়ারি -২০২৫ ইং তাকে অফিসে ডেকে নিয়ে রিজেন্ট কনফার্ম করেন এডমিন মোঃ সোহেল, রিজেন্ট লেটারের সিগনেচার করেন বলে জানিয়েছেন।
এবং আগামীকাল আপনার বেতনের ব্যাপারে জানিয়ে দেয়া হবে বলে তাকে চলে যেতে বলেন। পরবর্তীতে
বেতনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আপনি অফিসে কোন বেতন পাবেন না আপনার আর্জেন্ট রিজাইন গ্রহণ করা হয়েছে, আমাদের অফিসিয়াল কিছু নিয়ম আছে, নোটিশ পে ক্ষতিপূরণ,
এজন্য আপনার ১৯,৮৩৩ টাকা
সম্পূর্ণ কেটে নেয়া হয়েছে উল্টো আপনার কাছে আমরা আরো কিছু টাকা পাই।
মামুন হাওলাদার বলেন আমি অসুস্থ হয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু এডমিন থেকে আমাকে কখনো
কোন প্রকার খোঁজ-খবর নেয়া হয়নি, নোটিশ পে তো কখনো আমাকে দেয়নি নোটিশ পে বাবদ তাইলে আমার বেতন কাটা হবে কেন ?
। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মোঃ ফাহিমকে জানালে তিনি বলেন এইচআর ডিপার্টমেন্টে যোগাযোগ করুন।