জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ
খায়রুল ইসলাম | স্টাফ রিপোর্টার |
গাইবান্ধা ( ১৩ অক্টোবর ২০২৫ইং) জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করেছেন জনাব মো. শরীফ আল রাজীব, পিপিএম। সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. শরিফুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন,
“গাইবান্ধা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার মান উন্নয়নে গাইবান্ধা জেলা পুলিশকে আরও গতিশীলভাবে এগিয়ে নিতে আমি সর্বাত্মক চেষ্টা করব।”
গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে মো. শরীফ আল রাজীবের যোগদানে প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং পুলিশের জনবান্ধব সেবা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ
প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ
সর্বসত্ব সংরক্ষিত © দৈনিক জনতার কন্ঠ ২৪/২০২৫