
খায়রুল ইসলাম | স্টাফ রিপোর্টার |
গোবিন্দগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় টপ- ব্রেলিয়ান্ট কেজি স্কুলের ক্লাস ওয়ানের শিক্ষার্থী বৃষ্টি খাতুন র’ক্তাক্ত গুরুতর আহত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের আমিনার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত বৃষ্টি মাগুরা গ্রামের দরিদ্র কৃষক সাবু মিয়ার মেয়ে। এলাকাবাসী জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক দিয়ে স্কুল ভ্যান যোগে, টপব্রেলিয়ান্ট কেজি স্কুলের শিক্ষার্থী বৃষ্টি খাতুন বাড়ী ফেরার পথে আমিনার ভিটা নামক স্থানে পৌঁছিলে রাস্তা পারাপার হওয়ার সময় একটি দ্রুতগামী সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ে এক আরোহী ধাক্কা দিলে সে ছিঁটকে পড়ে মাথা,মুখ মন্ডল থেতলে গুরুতর হয়। এ অবস্থায় স্থানীয়রা আহত বৃষ্টিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ট করে।পরে তাকে আশংঙ্কাজনক অবস্থায় বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং স্থানীয় এলাকাবাসী মেয়েটি র’ক্তাক্ত ও আশংকাজনক হওয়ায় মোটরসাইকেল টি আটক করে জিম্মায় রাখে।
এলাকাবাসী জানায়, মেয়েটি সুস্থ হতে সু -চিকিৎসায় বেশ অর্থের প্রয়োজন। যা তার দরিদ্র পরিবার যোগান দিতে হিমশিম খাচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান,এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।