জেলা প্রতিনিধি ভোলা |
ভোলার মনপুরায় ধানের শীষের নমিনেশন প্রাপ্ত, চরফ্যাশন ও মনপুরার ধানের শীষের প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে উপজেলা সদরে হাজির হাট বাজার গণসংবর্ধনা প্রদান করা হয়।
০৮-১১-২০২৫ ইং রোজ শনিবার বিএনপি ধানের শীষের প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন মনপুরায় সকাল ১০ ঘটিকায় আগমন করেন, তাকে ঘিরে উক্ত গণসংবর্ধনার আয়োজন করা হয়। মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার পেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দিতে উক্ত সমাবেশের স্থলে হাজির হন। সাধারণ জনগণ নুরুল ইসলাম নয়ন কে ধানের শীষের প্রার্থী দেওয়া চরফ্যাশন ও মনপুরায় খুবই আনন্দের উচ্ছ্বাস।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনপুরা উপজেলা শাখা সহ-সভাপতি ডাক্তার কামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন মনপুরার ধানের শীষের প্রতিনিধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। আরো উপস্থিত ছিলেন নুর ইসলাম নয়নের সফরসঙ্গী ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
উপস্থিত ছিলেন মনপুরা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও ভোলা জেলা বিএনপি'র অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ- সভাপতি সিরাজ পলোবান, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালাউদ্দিন আহম্মেদ প্রিন্স সহ মনপুরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম সহ উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুদ্দিন তুহিন, সদস্য সচিব হোসেন হাওলাদার সহ উপজেলা নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ছাত্রদল,, কৃষক দল, শ্রমিক দল, মৎস্য দল, বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন আল্লাহতালা যদি আমাকে চরপ্যাশন ও মনপুরার মানুষের খেদমত করার সুযোগ দেয় তাহলে আমি চরফ্যাশন ও মনপুরা কে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করব, জনসাধারণের কাছে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান এবং তার দলের নেতাকর্মীদেরকে সুশৃংখল এবং ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করেন। নুরুল ইসলাম নয়ন বলেন মনপুরার রাস্তা আল্লাহ যদি আমাকে সংসদে কবুল করে তাহলে দুই লেনের রাস্তা মনপুরায় করব, তিনি বলেন মনপুরায় কোন প্রকার ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজ কিছুই ঘটতে দেওয়া হবে না। তিনি মনপুরার মৎস্য খাতে কৃষি খাতে শিক্ষা খাতে সকল সেক্টরেই উন্নয়ন করার আশ্বস্ত করেন।
তিনি শ্লোগানে বলেন, ভোট দেব ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে, তিনি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন পর্যন্ত যার যার আঙ্গিকে পাড়া মহল্লায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মা বোনদের কাছে যাবেন এবং খালেদা জিয়া তারেক রহমান ও আমার সালাম জানিয়ে দিবেন। তিনি বলেন আমি আপনাদের সন্তান আমি চরফ্যাশনের সন্তান আমার বাবা-মায়ের কবর চড়পেশনের মাটিতে আমার আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব সবাই চরফ্যাশন মনপুরাতে আছেন দুখে সুখে আমি আপনাদের পাশে থাকতে চাই।
নানামুখী বক্তব্য শেষে দুপুর ১ ঘটিকার সময় উক্ত গণসংবর্ধনা শেষ করে, দুপুর ২ ঘটিকার সময় মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৪ ঘটিকার সময় মনপুরা ল্যান্ডিং স্টেশন থেকে স্পি বোর্ডে চরফ্যাশন এর উদ্দেশ্যে চলে যান।