
ঠাকুরগাঁও প্রতিনিধি │
ঠাকুরগাঁও জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে সোহাগ।
সোহাগ জানান,
“হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা দেন। বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ অনুভব করছেন।”
এদিকে, নুরুল ইসলামের অসুস্থতার খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ হাসপাতালে এসে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
তার ছেলে সোহাগ বলেন,
“আমার বাবার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”