সাতক্ষীরা জেলা প্রতিনিধি |
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম এর মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিনেরপোতা মাছ বাজার সংলগ্ন সাতক্ষীরা খুলনা মহাসড়কে সাতক্ষীরা-২ এর সর্বস্তরের সাধারণ জনগনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনের বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম দু’বারের ক্রসফায়ারের আসামী ছিলেন। বিগত ১৭ বছর সরকারের জুলুম নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের পাশে ছিলেন। বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে
সদর উপজেলার ১২ নং বল্লি ইউনিয়ন বিএনপির সেলিম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি সদস্য মোঃ আতিয়ার রহমান, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম, ৯ নং ব্রক্ষ্ম§ রাজপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাসিম বিল্লাহ, বৈকারী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ইউনুছ আলি বুলু, সাধারণ সম্পদক মোঃ তজিবুর রহমান টুটুল, বাশদহা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ডাক্তার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বজলু রহমার (মেম্বর), ৫ নং শিপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফেজ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ টুটুল হোসেন, ৪ নং ঘোনা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবাহক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব প্রমুখ।