জহুরুল ইসলাম (জীবন) হরিপুর /ঠাকুরগাঁও প্রতিনিধি | ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাথর কালী পুজায় এবারো হলোন সীমান্ত মিলন মেলা। বর্ষ পুঞ্জিকা অনুযায়ী শুরবার(৫ ডিসেম্বর) হিন্দু সম্প্রদায় প্রতি বছর ডিসেম্বর মাসের এই দিনে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দপুর কুলিক নদীর পারে শ্রী শ্রী জামর কালি জিউ (পাথর কালী) পুঁজা অনুষ্ঠিত হয়। এই পুজাকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে কুলিক নদীর ওপারে ভারতের তাঁর কাটার ওপা-এপারে কোচল,চাপসার ও গোবিন্দপুর এবং ভারতের নারগাঁও ও মাকরহাট সীমান্তের তাঁর কাটার দুই কিলো মিটার এলাকা জুড়ে দুই বাংলার স্বজরাদে উপস্তিতে মিলন মেলায় পরিনত হতো। এসময় তারা কিছু সময়ের জন্য স্বজনদের সাথে কথা বলার সুযোগ পেত। এবং মিষ্টি ও অন্যান্য সামগ্রী আদান-প্রদান করতো। কিন্ত গত ২০১৯ সালে বাংলাদেশে করোনার সময় থেকে এই মেলা বন্দ হয়। প্রতি বছর ডিসেম্বর মাসে এই কালিপুজা অনুষ্ঠিত হলেও ওই সীমান্তে আর কোনো মিলন মেলা হয়না। এবারেও সেখানে শুক্রবার পুজায় কোনো মিলন মেলা হয়নি। পাথর কালী পুজার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল বলেন, প্রতি বছরের মত এবারো আমরা সেখানে উৎসব মুখর পরিভেশে পুজা উদযাপন করেছি। কিন্ত প্রশাসনের অনুমতি না থাকায় এবারো কালী পুজায় সীমান্তে কোনো মিলন মেলা হয়নি। আমরা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠভাবে পুজা সম্পন্ন করেছি।