আবু সাঈদ চৌধুরী :জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগমের জন্ম উৎসব উপলক্ষে গতকাল সন্ধায় রাজধানীর রুপনগরস্থ কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাগো নারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট নারী নেত্রী লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে ও এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আমেরকিা প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি নূর-উন-নাহার মেরী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান কবি মুশতারী বেগম। উক্ত অনুষ্ঠানে মুশতারী বেগমকে জন্ম দিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন পরিচালক (সমাজকল্যাণ) ইলা বিশ্বাস, সহ-সভাপতি রোকশানা বেগম, পৃষ্ঠপোষক সৈয়দ আকতার পারভেজ, যুগ্ন-সম্পাদক হালিমা ইয়াসমিন চামেলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য কাজল রহমান, অধ্যাপক সাদিয়া আফরিন রোমানা, শিউলি বেগম, রুপালী খাতুন, রিক্তা খাতুন, সুবর্না পারভীন, উম্মে সালমা, কানিজ সুলতানা, রাহেলা মুন্নী ও দ্বীন মোহাম্মদ প্রমূখ। অনুষ্ঠানে জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন কবি নূর-উন-নাহার মেরী বলেন, আমার সহযোদ্ধা মুশতারী বেগমের জন্মদিন উপলক্ষে তাকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, মুশতারী আপা জাগো নারী ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে আমার সাথে ওৎপ্রোতভাবে জড়িত আছেন। অতীব দুঃখের বিষয়-আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় আমেরিকাতে চিকিৎসাধীন আছি। দেশে ফিরতে পারছি না, এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। মুশতারী আপার জন্মদিনে সংগঠনের নতুন ও পুরাতন সদস্য/সদস্যাদের মিলন মেলায় পরিনত হয়েছে, এটা দেখে আমার খুবই ভাল লেগেছে। আমি মরে গেলেও যেনো আপনারা জাগো নারী ফাউন্ডেশনের হাল ধরতে পারেন আমি সেই প্রত্যাশা করি। সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগম বলেন, আমার জন্ম দিনে যারা শুভেচ্ছা জানাতে এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের নিকট আজীবন চির কৃতজ্ঞ থাকবো। তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, আমার জন্ম দিনে মেরী আপাকে অনেক মিস করছি, মেরী আপা কাছে থাকলে অনেক আনন্দ হতো। তিনি মেরী আপার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। সভাপতির ভাষনে সংগঠনের নির্বাহী পরিচালক ও নারী নেত্রী লাভলী ইয়াসমিন বলেন, আমরা একটা দূর্যোগ পূর্ন মুহুর্তে মুুশতারী আপার জন্ম উৎসব পালন করছি। ভালোবাসার তাগিদে আমরা তার জন্ম উৎসবে হাজির হয়েছি। বলাবাহুল্য, যে সময় দেশে অরাজকতা ও বিশৃংলা পরিস্থিতি চলছে সেই সময় আমরা আবেগের তাড়নায় মুশতারী আপার জন্ম উৎসব উদযাপন করছি, স্বাভাবিক অবস্থা থাকলে অনুষ্ঠান আরো জাঁকজমকপূর্ন হতো। পরিশেষে তিনি কেন্দ্রীয় চেয়ারপারসন নূর-উন-নাহার মেরী আপার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনার পর সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগম অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীদের নিয়ে তার জন্ম দিনের কেক কাটেন এবং পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও গানে অংশ গ্রহণ করেন ইলা বিশ্বাস, লাভলী ইয়াসমিন, রোকশানা বেগম, সঙ্গীত শিল্পী লুৎফর রহমান ও অধ্যাপক সাদিয়া আফরিন রোমানা প্রমূখ।