‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় শিশুদের নিয়ে সাংবাদিকতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরার বিনেরপোতা পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উপ-কেন্দ্র অডিটোরিয়ামে, হ্যালো ডট বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত, শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, দেশ ও সমাজ উন্নয়নে সুস্থ ধারার সাংবাদিকতা অত্যাবশ্যকীয়। মিথ্যা ও গুজব সম্পর্কে সচেতন থাকাও জরুরি।
শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, শিশু সাংবাদিকতার প্রেক্ষাপটে আগে পড়ালেখা তারপরে সচেতনতামূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। মনন বিকাশে তথ্য সমৃদ্ধ থাকতে হবে, শিশুদের কথা তুলে ধরতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার ও সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
শিশু শিক্ষার্থী মাহিশা মৌনতা’র সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের ইন্টারন্যাশনাল ডেস্কের সাংবাদিক তনুশ্রী বিশ্বাস প্রশিক্ষণ প্রদান করেন।
এসময় এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, সংবাদকর্মী আরিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০ জন শিশু শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেন।