
মনপুরা প্রতিনিধিঃ- মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে নাজেহাল ও রোগীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে মনপুরা থানা পুলিশ।
মঙ্গলবার দুপুর ৩টায় মনপুরা হাসপাতালে জরুরী বিভাগে এ ঘটনা ঘটে ।এ ঘটনায় আহত হয়েছেন চরফৈজুদ্দিন ৭নং ওয়ার্ডের মো:জামাল(৩০) ও মোঃ জুয়েল ।

আহত জুয়েলের মা নুরজাহান বেগম বাদী হয়ে মনপুরা থানায় এ অভিযোগ দায়ের করেন।
জানা যায় পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রী মধ্যে কথা কাঁটাকাটির জেরে শ্বাশুর মোতাহার ও শ্যালোক আরিফসহ বাসায় মারধর করে এতে আহত হয়ে স্বামী জামাল মনপুরা হাসপাতালে চিকিৎসা নিতে আসলে হাসপাতালে ঢুকে আহত জামাইকে আবারও মারধর করেন । কর্তব্যরত চিকিৎসক বাঁধা দিলে তাঁকেও তুলে নেওয়ার হুমকি প্রদর্শন করেন ।
অপরদিকে মোঃ মোতাহার ২নং হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা। তার ছেলে মোঃ রিয়াজ সহ এ মা’র ধরের ঘটনা ঘটায় বলে জানিয়েছেন আহতরের স্বজনরা । আহত জামাল ও মোতাহার সম্পর্কে দুইজনে শ্বশুর জামাই ।

এ বিষয়ে মনপুরা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, আহত হয়ে একজন হাসপাতালের জরুরি বিভাগে আসেন পথিমধ্যে কিছু লোক এসে মা’র ধর করেন হাসপাতালের চেয়ার ভেঙে ফেলে এবং দায়িত্বে থাকা চিকিৎসক বাঁধা দিলে তাকেও হুমকি দেয় ।
মনপুরা থানার ওসি জানান আমি অফিসের কাজে ভোলায় এসেছি, ঘটনা শুনেছি থানায় মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে।