
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বসবাসরত বরিশাল জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে গঠিত সামাজিক সংগঠন “বরিশাল একতা ক্লাব” এর নতুন দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে কোনাবাড়ীর স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় মোঃ নজরুল ইসলামকে সভাপতি এবং মোঃ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ জসিম উদ্দিন মৃর্ধা। এসময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের উন্নয়ন, সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ ও প্রবাসী বরিশালবাসীর মধ্যে ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আশ্বাস দেন।
তারা জানান, “বরিশাল একতা ক্লাব” কেবল একটি সামাজিক সংগঠন নয়, এটি বরিশালের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করে গাজীপুরে বসবাসরত বরিশালবাসীদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির দায়িত্বকাল ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে সংগঠনের সকল কার্যক্রম আরও গতি পাবে এবং সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় আরও কয়েকটি উপ-কমিটি গঠনের পরিকল্পনাও জানানো হয়েছে।