
কোনাবাড়ী(গাজীপুর) প্রতিনিধিঃ- ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় সাকাশ্বর আইডিয়াল একাডেমি চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে সাকাশ্বর বাজার এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে নেতৃত্ব দেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন সরকার।
এ সময় তিনি বলেন,বিএনপি কখনো কোনো সুবিধাবাদী জোটের রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমরা একটি সুশৃঙ্খল রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্বাস করি। বিএনপি গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ এবং এই লক্ষ্যে আমরা সংগঠনকে শক্তিশালী করছি।
তিনি আরও বলেন,
ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর বলিষ্ঠ নেতৃত্বে কালিয়াকৈর বিএনপিকে সুসংগঠিত করে এগিয়ে নেওয়া হবে।
র্যালিতে উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচিতে স্থানীয় জনগণের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।